ঢাকা ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০
ওমর ফারুক, রাজশাহী ব্যুরো : রাজশাহী সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন যোগদান করেছেন। বুধবার সকালে তিনি যোগদান করেন। দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সাক্ষাৎ করেন নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা। সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে মেয়র তাকে স্বাগত জানান। এ সময় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক, মাননীয় মেয়রের একান্ত সচিব আলমগীর কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, নির্বাহী প্রকৌশলী নুর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী রেয়াজাত হোসেন রিটু, রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা উপস্থিত ছিলেন। এদিকে নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন বিভিন্ন বিভাগ ও শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পালের নেতৃত্বে সাধারণ প্রশাসনিক শাখা, নিজামুল হোদার নেতৃত্বে হিসাব বিভাগ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলারের নেতৃত্বে পরিচ্ছন্ন বিভাগসহ বিভিন্ন শাখার পক্ষ থেকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST