ঢাকা ৭ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ মিলনায়তনে ভূমি ব্যবস্থাপনা ও ভূমি ব্যবস্থাপনায় ইনফরমেশন টেকনলোজির (আইটি) প্রয়োগ বিষয়ক ৪ দিনব্যাপি প্রশিক্ষণ কোর্স এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ ভূমি সংস্কার কমিশনার তরফদার মোঃ আকতার জামীল। এছাড়াও বরিশাল জেলা প্রশাসকের কার্য্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা উর্মি ভৌমিক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাসসহ সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা ৪ দিনব্যাপি ভূমি ব্যবস্থাপনা ও ভূমি ব্যবস্থাপনায় ইনফরমেশন টেকনলোজির (আইটি) প্রয়োগ বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।#
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST