সকল ভুয়া মুক্তিযোদ্ধা’র সনদ বাতিল করতে হবে – নিক্সন

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৪

সকল ভুয়া মুক্তিযোদ্ধা’র সনদ বাতিল করতে হবে – নিক্সন

নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয় যুব অধিকার পরিষদ এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী গত ৩১ আগষ্ট বিকেলে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে অনুষ্ঠিত হয়! অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নুর।

উপস্থিত ছিলেন গন অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান। সংগঠনের সাধারণ সম্পাদক নাদিম হাসান এর সঞ্চালনায়, সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশের যুব অধিকার পরিষদ এর সভাপতি যুবনেতা মোর্শেদ মামুন। উপস্থিত ছিলেন বিভিন্ন যুব সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

 

উক্ত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন,ঐতিহ্যবাহী যুব সংগঠন জাতীয় যুব পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি

যুব নেতা এস.এম.সামছুল আলম নিক্সন। নিক্সন তার বক্তব্যে বলেন।বাংলাদেশে প্রায় ৬০ হাজারের মতো ভূয়া মুক্তিযোদ্বা রয়েছে।যারা প্রতি বছর সরকারের রাজস্ব খাত থেকে, কয়েকশত কোটি টাকা নিয়ে যাচ্ছে।এক কথায় বললে রাস্ট্রের টাকা হরিলুট।

 

এই ভূয়া মুক্তিযোদ্বাদের প্রায় দুই লক্ষের মতো সন্তানেরা তাদের ভূয়া সনদে সারাদেশে চাকুরী করছে।যদি ভূয়া মুক্তি যোদ্ধার সনদ বাতিল করা হয়। তাহলে যারা ভূয়া মুক্তিযোদ্ধা কোঠায় চাকুরী নিয়েছে তাদেরও চাকুরী চলে যাবে।পাশাপাশি আজ যারা বেকারত্বের বোঝা নিয়ে পথ চলছে।তাদের জন্য , নতুন এক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। মেধার জন্য দ্বিতীয়বার দ্বিতীয় বার দেশ স্বাধীন করছে যারা। তাদের আন্দোলনের সফলতা প্রতিষ্ঠা পাবে। নিক্সন বলেন, দেশের বেকার সমস্যা চিরতরে নির্মূল করতে উপজেলা ভিত্তিক শিল্পঅঞ্চল গঠন করতে হবে। এবং পাচার কৃত অর্থ উদ্ধার করে, শিল্পাঞ্চল গঠনের আহবান জানান। পরিশেষে যুব নেতা নিক্সন বলেন, আগামীদিনে এই অন্তবর্তিন কালীন সরকারের রাস্ট্র মেরামতের কাজে সকলের সহযোগিতা এখন আমাদের নৈতিক দ্বায়িত্ব ।


alokito tv

Pin It on Pinterest