নলছিটিতে ডাকাতি মামলার আসামিদের গ্রেপ্তার না করার অভিযোগ

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৪

নলছিটিতে ডাকাতি মামলার আসামিদের গ্রেপ্তার না করার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে একটি ডাকাতি মামলার আসামিদের গ্রেপ্তার না করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এমনকি মামলা তুলে নিতে বাদীকে হুমকি দিয়ে যাচ্ছে। মঙ্গলবার বেলা ১২টায় নলছিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলার সুবিদপুর গ্রামের মৃত রাজ্জাক খানের মেয়ে মামলার বাদী দিপা আক্তার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান দিপা আক্তার।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তাঁর স্বামী বিদেশ থাকে। বেশিরভাগ সময় তিনি সুবিদপুর গ্রামে বাবার বাড়িতে থাকেন। গত ৯ সেপ্টেম্বর প্রতিদিনের ন্যায় রাতে খাবার খেয়ে আমার ছেলে ও মাকে নিয়ে ঘুমিয়ে পড়ি। রাত দুইটার দিকে দরজা ভেঙে ছয়-সাত জনের একদল মুখোশ পড়া ডাকাতদল ঘরের ভেতরে প্রবেশ করে। ডাকাতরা রশি ও ওড়না দিয়ে তাদের বেঁধে ফেলে। ডাকাতরা নগদ দুই লাখ পাঁচ হাজার টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। ডাকাতরা যাওয়ার সময় মামলা না করার জন্য ভয়ভীতি দেখিয়ে যায়। তাদের মধ্যে একজন বাড়ির পাশের সামসুদ্দিন খান। তাকে পরিবারের সবাই চিনে ফেলেন। ডাকাতদের কথাবার্তায় আরো কয়েকজনকে চেনা যায়। তাঁরা হলেন, সামসুদ্দিন খানের ছেলে হানিফ খান ও ইউনুচ খানের ছেলে শাহিন খান। এ ঘটনায় ১০ সেপ্টেম্বর নলছিটি থানায় একটি ডাকাতি মামলা করেন দিপা আক্তার।
দিপা আক্তার বলেন, মামলা হলেও পুলিশ অজ্ঞাত কারণে আসামিদের গ্রেপ্তার করে না। এতে সুযোগ পেয়ে আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। উল্টো তাঁরা আমাদের মামলা তুলে নিতে ভয়ভীতি দেখায়। এ অবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, আমরা মামলার তদন্ত করছি। তদন্ত শেষ হলে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


alokito tv

Pin It on Pinterest