কাউনিয়া থানার এসআই শাহজালালের মিথ্যা জবানবন্দি!! অসহায় ভুক্তভোগী পরিবার

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৪

কাউনিয়া থানার এসআই শাহজালালের মিথ্যা জবানবন্দি!! অসহায় ভুক্তভোগী পরিবার

নিজস্ব প্রতিবেদকঃ

বরিশাল কাউনিয়া থানার এসআই শাহজালাল মল্লিকের বিরুদ্বে স্বাক্ষীর ভুয়া জবানবন্দি লিপিবদ্ব করার অভিযোগ পাওয়া গেছে।

 

তথ্য সূত্রে জানাগেছে- গত ৫ এপ্রিল ২০২৪ সালে নগরীর ২নং ওয়ার্ড জানুকিসিংহ রোডের বাসীন্দা মৃত আদম আলী মীরের মেয়ে জাহিদা ইয়াসমিন নাজমা সহ বেশ কয়েকজনকে আসামী করে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন -২০২৩’এ মামলা দায়ের করেন একই এলাকার বেগম ফাতেমা তুজ জোহরা পক্ষে আম মোক্তার ইলিয়াস কবির। কাউনিয়া থানার মামলা নং- ০৬/৭২. মামলায় বেশ কয়েকজন’কে স্বাক্ষী করেন বাদী।

 

তবে বিবাদী জাহিদা ইয়াসমিন নাজমার দাবী, মামলায় যাদের স্বাক্ষী করা হয়েছে তাদের বেশির ভাগ উদ্দেশ্য প্রনোদিত ভাবে করা হয়েছে। বিবাদী জাহিদা ইয়াসমিন নাজমা গণমাধ্যম’কে জানান- স্থানীয় আবুল হোসেনের সাথে আমাদের পূর্ব থেকেই জমি নিয়েই বিরোধ চলমান রয়েছে। সেই কারনে অনৈতিক স্বার্থ হাসিল করতে তাকে মামলার স্বাক্ষী করেছেন বাদী ফাতেমা তুজ জোহরা। মামলার অন্যতম স্বাক্ষী কামরুল হাসান রিপন’কে নিয়েও প্রশ্ন তোলেন বিবাদী জাহিদা ইয়াসমিন নাজমা।

 

নাজমা সাংবাদিকদের জানান- কাউনিয়া থানার এসআই শাহজালাল মল্লিক স্বাক্ষীর (কামরুল হাসান রিপনের) যে জবানবন্দি উল্লেখ করেছেন তা মিথ্যা। আমরা (নাজমা বলেন) স্বাক্ষীর (রিপনের) কাছে জিজ্ঞেস করলে স্বাক্ষী (রিপন) বলেন আমি এই রকমের কোন জবানবন্দি পুলিশের কাছে দেইনি।

 

এবিষয়ে স্বাক্ষী কামরুল হাসান রিপনের মুঠোফোনে এক সাক্ষাৎকারে প্রতিবেদককে বলেন- “ভাই আমি এই বিষয়ে কি আর বলবো ? আপনিও বরিশালের আমিও বরিশালের। সরাসরি আসের চা খাই আর কথা বলি”।

 

মামলার বিবাদী নাজমা আরো বলেন- বাদী বেগম ফাতেমা তুজ জোহরা আমাদের’কে হ্যারেজ করার জন্য সব সময় ষড়যন্ত্র করে থাকেন।

 

বিবাদী জাহিদা ইয়াসমিন নাজমা বলেন- বেগম ফাতেমা তুজ জোহরা গং দের বিরুদ্ধে আমার দুইটি মামলা যার একটির বাদী ও অন্যটির বিবাদী আমি। (জি.আর. ৭২/২০২৪, সি আর ২৭৭/২০২৪) আদালতের নির্দেশে কাউনিয়া থানার ওসি তদন্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে তদন্ত করার নির্দেশ দেয়।

 

মোস্তাফিজুর রহমানের বদলী জনিত কারনে তদন্তের দায়িত্ব পান এসআই আরাফাত। নাজমার দাবী- এসআই আরাফাতের সাথে আমার মামলার বিবাদীদের সাথে ব্যাক্তিগত সম্পর্ক থাকায় তাদের পক্ষপাতিত্ব করার কারনে আমরা চলতি বছরের ২২ আগষ্ট ওসির কাছে তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আবেদন করি।

 

কিন্ত এসআই শাহজালাল সেই একই কাজ করেন। তিনি স্বাক্ষীর ভুয়া জবানবন্দি কি করে লিপিবদ্ধ করলো ? এস আই শাহাজালাল জাহিদা ইয়াসমিন গংদের সাথে একবারও দেখা না করে তাদের পরিবারের সাথে কথা না বলে প্রতিবেদন করে তা আমি বুঝিনা। এটা আইনের অপব্যাবহার ছাড়া আর কিছুই না। আমি এর সঠিক তদন্ত চাই। দ্রুতই আমি এসআই শাহজালাল মল্লিকের এই বিষয়টা নিয়ে প্রশাসনের উর্দ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ দিবো।

 

বিষয়টি নিয়ে এসআই শাহজালাল মল্লিকের সাথে কথা হলে তিনি বলেন, জবানবন্দি এসআই আরাফাত লিপিবদ্ব করেছেন। আমি শুধু স্বাক্ষর করেছি। এদিকে মামলার বাদী বেগম ফাাতেমাতুজ জোহরা পক্ষে আম মোক্তার মো: ইলিয়াস কবিরের বক্তব্য জানতে ব্যাবহারিত ফোনে (০১৭………০৩৫) একাদিক বার কল দিলেও তাতে সংযোগ পাওয়া যায়নি


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest