শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরো ঃবরিশালে র্যাবের অভিযানে মোঃ নূর আলম নামে এক চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। আজ (২২ জানুয়ারি) বরিশাল জেলার বাবুগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত নূর আলম বাবুগঞ্জ উপজেলার পশ্চিম ভূতের দিয়া এলাকার মৃত জালাল উদ্দিন হাওলাদারের ছেলে। উল্লেখ যে, আসামী মোঃ নুর আলম র্যাবের নাম পরিচয় ব্যবহার করিয়া বিভিন্ন লোকের নিকট হতে চাঁদা দাবীসহ চাঁদা আদায় করিয়া আসছে। চাঁদার টাকা দিতে অস্বীকার করিলে র্যাব দ্বারা ধরে মামলায় ফেলে হয়রানী করার হুমকী দিত। এরই প্রেক্ষিতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-৮ এর একটি আভিযানিক দল বরিশাল জেলার বাবুগঞ্জ থানাধীন কেদারপুর খেয়াঘাটের সামনে থেকে মোঃ নূর আলমকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপরাধ স্বীকার করে। সে বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে বিকাশ এর মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে। র্যাবের নামে চাঁদা দাবি করে এবং অনেকের কাছ থেকে নানান রকমভাবে ভয়ভিত দেখিয়ে চাঁদার টাকা উত্তোলন করেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকার জনগণ সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রশাসনের নাম ব্যবহার করে যেকোন ধরনের চাঁদাবাজির খবর সরাসরি জানানোর জন্য অনুরোধ করেছেন র্যাব।