গোবিন্দগঞ্জে জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধী টিকা নেওয়া ১৬ শিক্ষার্থী অসুস্থ \ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহন

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৪

গোবিন্দগঞ্জে জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধী টিকা নেওয়া ১৬ শিক্ষার্থী অসুস্থ \ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহন

ফারুক হোসেন, গাইবান্ধা প্রতিনিধি:

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধী টিকা নেওয়া ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পরায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অসুস্থ হয়ে পরা সবাই উপজেলার হরিরামপুর ইউনিয়নের ডাঃ নুরুল হক প্রি-ক্যাডেট স্কুলের ছাত্রী। তবে ডাক্তার বলছে টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় নয় তারা ভয়েই অসুস্থ হয়েছে।

 

৩০ অক্টোবর বুধবার ওই বিদ্যালয়ে জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধী টিকা প্রদান কর্যক্রম চলছিল। হাসপাতালের দায়িয়ত্বরত চিকিৎসক ছাত্রীদের টিকা প্রদান করেন। বেলা দেড়টার দিকে বেশ কয়েক জন শিক্ষার্থী টিকা নেওয়ার পর শ্বাসষ্ঠসহ বিভিন্ন ধরনের অসুস্থতা বোধ করে। হঠাৎ ১৫ থেকে ১৬ জন ছাত্রী বেশি অসুস্থ হয়ে পরলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্রীরা জানায় টিকা নেয়া পরেই তারা পেট ব্যাথা শ্বাসষ্ঠসহ সহ নানা উপসর্গ দেখা দেয়।

 

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জায়েদ জামান জিতি বলেন ছাত্রীরা ভয় ও আতংকে অসুস্থ হয়েছে। বড় কোন সমস্যা নেই। টিকা নেওয়ার কারনে তাদের কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। ভর্তির আদা ঘন্টার মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে জান বলে জানিয়েছেন তিনি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest