নওগাঁয় ট্রাকের ধাক্কায় সাংবাদিক ও হোটেল ব্যবসায়ী আহত

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০

নওগাঁয় ট্রাকের ধাক্কায় সাংবাদিক ও হোটেল ব্যবসায়ী আহত

মোঃ ফিরোজ হোসেন,নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ট্রাকের ধাক্কায় সাংবাদিকসহ ২ জন গুরুত্বর আহত হয়েছে। জানা গেছে আহতরা হলেন, ধামইরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক এম এ মালেক ও উপজেলার হোটেল ক্যান্টিনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম। আহতদের মধ্যে গুরুত্বর নজরুল ইসলামকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনার পর স্থানীয়রা ধানবাহী ট্রাকটি আটক করে থানা পুলিশের হেফাজতে সোপর্দ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল ৪ টার দিকে উপজেলার কাঁচা বাজার এলাকায় সড়কের পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন মালেক ও নজরুল। এসময় শল্পী বাজার বটতলী থেকে ধান বোঝাই দ্রুতগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৩৫০২) টাঙ্গাইলের কালিহাতির উদ্দেশ্যে যাত্রাকালে মালেক ও নজরুলকে ধাক্কা দেয়। এতে হোটেল ব্যবসায়ী নজরুল ইসলামের ডান পা থেতলে যায় ও কোমরের হাড়গোড় ভেঙ্গে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ধামইরহাট হাসপাতালে নিয়ে গেলে নজরুল ইসলামের উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে রেফার্ড করেন। সাংবাদিক এম এ মালেক হাত ও পায়ে আঘাত পেয়ে আহত হয়েছেন। তিনিও রাজশাহী মেডিকেলে বর্তমানে চিকিৎসাধীন আছেন। ঘটনার পর পুলিশ ট্রাকের চালক সাজু রহমানকে ট্রাকসহ আটক করেছে। চালক সাজু মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের মাদিশহর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। এ ঘটনায় ধামইরহাট থানায় মামলা হয়েছে বলে ওসি জানান।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest