বরগুনায় বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৪

বরগুনায় বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ

স্টাফ রিপোর্টারঃ

 

বরগুনায় ২০২৩—২৪ অর্থবছরে বিভিন্ন প্রকল্পের বরাদ্ধ দেখিয়ে প্রায় অর্ধ কোটি টাকার মাটির রাস্তা সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও আত্মসাতের অভিযোগ উঠেছে। কিছু কিছু প্রকল্পে কাজ না করেই পুরো টাকা আত্মসাৎ করেছে প্রকল্প বাস্তবায়নকারী কমিটির সভাপতি। অপর প্রকল্পগুলো নাম মাত্র কাজ করে সিংহভাগ টাকা আত্মসাৎ করেছেন তারা। এর মধ্যে বরাদ্ধের সম্পূর্ন টাকা তুলে নেন প্রকল্প বাস্তবায়নকারী কমিটি।

 

খোঁজ নিয়ে জানা যায়, প্রকল্পগুলোতে শতভাগ শ্রমিকদের দ্বারা কাজ করানোর কথা থাকলেও অধিকাংশ প্রকল্পে স্ক্যাভেটর ভেকু দিয়ে কাজ করানো হচ্ছে। এতে কর্মহীন হয়ে পরছে স্থানীয় দরীদ্র জনগোষ্ঠী। ইতি মধ্য ৩১ জুন প্রকল্পগুলোর কাজের মেয়াদ শেষ হয়েছে।

 

অনুসন্ধানে জানা যায়, বরগুনা সদর উপজেলার ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আরিফুজ্জামান রেজা মৃধা ও তার পরিবারের নামে রয়েছে ৫টি প্রকল্প। “খাজুরতলা নিরালা স্কুলের পাশের ওয়াপদা হইতে পূর্ব দিকে মোহাম্মাদ মৃধা বাড়ী পর্যন্ত মাটির রাস্তা মেরামতের জন্য ২,০০,০০০/— টাকা”, ৬নং ওয়ার্ডের দক্ষিন ইটবাড়িয়া গ্রামের মোহাব্বত আলী মৃধা বাড়ী থেকে পূর্ব দিকে হাজী বাড়ী মসজিদ পর্যন্ত রাস্তায় মাটির কাজের জন্য ৪,৫৯,০০০/— টাকা, “৬নং ওয়ার্ডের দক্ষিন ইটবাড়িয়া গ্রামের হাজী বাড়ীর খালপাড় থেকে উত্তর দিকে কোলা পর্যন্ত পানি সরবরাহের জন্য ড্রেন খনন” দেখিয়ে ২,২৬০ কেজি চাল ও ২,২৬০ কেজি গম বরাদ্ধ নেন আরিফুজ্জামান রেজা মৃধার নামে। “৬নং ওয়ার্ডের হিন্দু পাড়া রবি হাং এর পানের বরজ থেকে সুশান্ত পাইকের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত” দেখিয়ে ২,০০,০০০/— টাকা বরাদ্দ নেন আরিফুজ্জামান রেজা মৃধার স্ত্রীর মিতু আক্তারের নামে। “দক্ষিন ইটবাড়িয়া আলম হাং এর বাড়ী থেকে উত্তরে গিয়া ইউসুপ/ইউনুস সর্দারের বাড়ী পর্যন্ত মাটির রাস্তা সংস্কার” দেখিয়ে ১,০০,০০০/— টাকা বরাদ্ধ নেন আরিফুজ্জামান রেজা মৃধার মোটর সাইকেল ড্রাইভার রুবেল এর নামে। স্থানীয়রা বলেন এ সকল কাজ ২—৩ বছর আগে খাল পুনঃ খনন ও ৪০ দিনের প্রকল্পের কাজ করান আরিফুজ্জামান রেজা মৃধা।

 

অন্য আরেক ইউপি সদস্য সংরক্ষিত আসন ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মোসাঃ রুবি আক্তার তিনি ৭নং ওয়ার্ডের খাজুরতলা গ্রামের মজিবর চৌকিদার বাড়ী থেকে “শাহাবুদ্দিনের বাড়ী পর্যন্ত মাটির রাস্তা মেরামত” দেখিয়ে ৩,৫০,০০০/— টাকা বরাদ্ধ এনে আত্মসাৎ করেন।

 

বরগুনা ০১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকুর আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত মোঃ জাহাঙ্গীর “শাহ আলম তহসীলদার বাড়ী থেকে খালেক মেম্বর বাড়ীর ব্রীজ পর্যন্ত রাস্তা সংস্কার” দেখিয়ে ১৫ মে.টন গম” বরাদ্ধ দেয়া হলে তিনি পুরো বরাদ্ধই আত্মসাৎ করেন।

 

“পাকুরগাছিয়া ব্রীজ থেকে আলতাফ দোকানদার বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার” দেখিয়ে বরাদ্ধের ৩,০০,০০০/— টাকা বরগুনার আলোচিত পনু হত্যা মামলার আসামী মাহাবুব আত্মসাৎ করেছেন। তিনি বর্তমানে জেল হাজতে আছেন।

 

“গাবতলী চৌদ্দঘর বাইতুল মামুর জামে মসজিদ হইতে পশ্চিম দিকে গাবতলী ধৌদ্দঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার দেখিয়ে ৩,৫০,০০০/— বরাদ্দ এনে আত্মসাৎ করেন আবু জাফর মিঠু।

 

“ হাকিম মাষ্টারের বাড়ী হইতে হাবিব চৌকিদারের বাড়ীর ব্রীজ পর্যন্ত মাটির রাস্তা মেরামত দেখিয়ে ৩,০০,০০০/— টাকা, গাবতলী আমিন উদ্দিন হাজী বাড়ী হইতে সেকান্দার বাড়ী পর্যন্ত মাটির রাস্তা মেরামত দেখিয়ে ৩,২০,০০০/— টাকা, বাংলাদেশ সেবাশ্রম ও রাধা গবিন্দ মন্দির, কদমতলা, বরগুনা এর সামনের রাস্তা মেরামত দেখিয়ে ১,০০,০০০/— টাকা বরাদ্ধ এনে পুরো টাকা আত্মসাৎ করেন প্রকল্প বাস্তবায়ন কমিটি। এ বিষয়ে স্থানীয়রা জানান আমাদের এলাকায় এরকম কোন কাজ করানো হয়নি। আমরা কখনো কাউকে এসব কাজ করেতে দেখিনি।

 

এ বিষয়ে বরগুনা সদর উপজেলা পিআইও জিয়াউর রহমান এর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

 

বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামিম মিঞা বলেন, বিষয়টি আমার জানা নেই। আপনার মাধ্যমে জানলাম। আমি বিষয়টি খোজ নিয়ে দেখব। অভিযোগ প্রমানিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest