ঢাকা ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আলোকিত সময় ডেস্ক ঃফেসবুকে একটি পোস্ট দেয়ার পর রাজধানীর মিরপুর ১৪ নম্বরে পুলিশ লাইন মাঠে নিজের ইস্যুকৃত অস্ত্র দিয়ে নিজের বুকে গুলি চালিয়েছেন এক পুলিশ সদস্য। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ওই পুলিশ সদস্যের নাম শাহ মোহাম্মদ কুদ্দুস (৩১)। তিনি নায়েক হিসেবে কর্মরত ছিলেন।কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কুদ্দুস মিরপুর পুলিশ লাইনে ব্যারাকে থাকতেন এবং তার পদবি ছিল নায়েক।
মৃত্যুর আগে তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দেন। ধারণা করা হচ্ছে, তিনি নিজেই পোস্টটি দিয়েছিলেন এবং এর ফলশ্রুতিতেই আত্মহত্যা করেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা চলছে। কুদ্দুসের দেহ ময়নাতদন্তের জন্য সরোয়ারদী হাসপাতাল এ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST