হাতীবান্ধায় জুয়া খেলার সময় আ.লীগ ও বিএনপির নেতাসহ ৬ জুয়াড়ি আটক

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০

হাতীবান্ধায় জুয়া খেলার সময় আ.লীগ ও বিএনপির নেতাসহ ৬ জুয়াড়ি আটক

পরিমল চন্দ্র বসুনিয়া(হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি): লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জুয়া খেলার সময় আ’লীগ ও বিএনপির নেতাসহ ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়ার আসর থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। আজ (২৩ জানুয়ারি)বৃহস্পতিবার বিকেলে উক্ত উপজেলার মেডিকেল মোড়ের, প্রজাপতি স্টুডিও থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার নওদাবাস ইউনিয়ন এর কেতকিবাড়ি এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে ও উপজেলা ঔষুধ ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক এবং নওদাবাস ইউনিয়ন আ’লী নেতা মায়ানুর রহমান পলাশ( ৪৫), পশ্চিম বেজ গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে ও টংভাঙ্গা ইউনিয়ন আ’লীগ নেতা দেলোয়ার হোসেন(৪০), একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে আমিনুর রহমান (৪২), সিংগীমারী গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে ও উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মোতালেব ( ৪০), একই গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে আব্দুল জব্বার (৫২),এবং নুরল হকের ছেলে জয়নাল (৩৪)। এ ব্যবপারে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার মেডিকেল মোড়ে অবস্থিত আটককৃত দেলোয়ারের প্রজাপতি স্টুডিওতে জুয়া খেলা চলছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সময় হাতে নাতে তাদের আটক করে। এ সময় জুয়ার আসর থেকে উদ্ধারকৃত ৫০ হাজার টাকাসহ তাদেরকে থানায় নিয়ে আসা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া আইনে থানায় মামলা দায়ের করা হয়। এছাড়া আটককৃত ঐ ৬ জুয়াড়িকে আগামীকাল শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে জেলহাজতে পাঠানো হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest