বদলগাছীতে ৩৬ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার প্রদান  

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫

বদলগাছীতে ৩৬ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার প্রদান  

 

 

 

সাগর হোসাইন, বদলগাছী,(প্রতিনিধি)#  বদলগাছীতে ৩৬ জন কৃতি শিক্ষার্থীকে শ্রেষ্ঠ ও সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের “পারফরম্যেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি এডুকেশন স্কিম ( এসইডিপি)” এর আওতায় ৩ আগস্ট ১১টায় বদল গাছী উপজেলা অডিটোরিয়ামে উক্ত পুরস্কার বিতরণের আয়োজন করে বদল গাছী উপজেলা ও জেলা শিক্ষা আফিস।

 

নওগাঁ জেলা শিক্ষা অফিসার সাহাদৎ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শফিউল আলম এবং প্রধান শিক্ষক মোজাফফর হোসেন, বদল গাছী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,পুরস্কৃত শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিক বৃন্দ।

 

বক্তা গন বলেন, শিক্ষার্থীরা শুধু শ্রেণিকক্ষে নয়, তাদের আচরণ সততা ও মানবিক গুণাবলি দিয়ে সমাজকে আলোকিত করবে। তাদের প্রতিভা দেশের সম্পদ। এই সম্পদ জাতির জন্য ব্যবহার যোগ্য হ’য়ে উঠবে। তাদের এই শিক্ষাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াসেই এই আয়োজন।

 

অনুষ্ঠানে ২০২২/২৩ শিক্ষা বর্ষের বোর্ড সেরা এস এস সি /দাখিল / ভকেশনাল / এইচ এস সি / আলিম ও কারিগরি পর্যায়ের ৩৬  জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়।

 

যথাক্রমে ২০২২ সালে এস এস সি ৮ টি শ্রেষ্ঠ । এইচ এস সি ১০টি সম্মাননা ।২০২৩ সালে এস এস এস ৮ টি শ্রেষ্ঠ ও এইচ এস সি ১০ টি সম্মাননা পুরস্কার  প্রদান করা হয়। এর আগে তাদের অগ্রনী ব্যাংক হিসাব নং এস এস সি ১০ হাজার ও এইচ এস সি ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজিব আহমেদ, উপজেলা সমাজ সেবা অফিসার।

 


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest