সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে তেঁতুলিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৫

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে তেঁতুলিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

 

 

জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে তেঁতুলিয়া উপজেলায় মানববন্ধন ও বিক্ষোপ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (০৯ আগস্ট) বিকেলে উপজেলার চৌরাস্তা বাজার তেঁতুলতলায় তেঁতুলিয়া প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

 

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাংবাদিক মোস্তাক আহমেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাংবাদিক সোহরাব আলী। এতে বক্তব্য রাখেন জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত মাহমুদুল ইসলাম মামুন, সিপাইপাড়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তহিদুল ইসলাম, সাংবাদিক মোবারক হোসেন,সাংবাদিক আল আমিন,সাংবাদিক তরিকুল ইসলাম,সাংবাদিক খাদেমুল ইসলাম ও সাংবাদিক আহসান হাবীব, হাফিজুর রহমান হাবিব , মিজানুর রহমান মিন্টু, রবিউল ইসলাম রতন স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজন।

 

বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ছিলেন দুর্নীতি, অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে কলম যোদ্ধা। তাকে নৃশংসভাবে হত্যা করে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছে। সাংবাদিক হত্যা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি।

 

তারা অবিলম্বে তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

 

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা চৌরাস্তা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest