ঢাকা ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০
মোঃ লোটাস আহম্মেদ ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বলাহার দ্বি মূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজহারুল ইসলামকে পিটিয়েছে বখাটেরা কয়েকজন যুবক। পরে বিচারের দাবীতে রাস্তায় নেমে আসে ওই বিদ্যালয়েল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার উপজেলার রাণীগঞ্জ রামপুরা তিন মাথা নামক স্থানে ওই শিক্ষক কে বেধর পেটায় বখাটেরা। জানা যায়, উপজেলার খুতখুর শীধল গ্রামের মাহমুদউল্লাহ পুত্র হায়দার আলী (২৫),আইনুল হকের পুত্র মিম(২৪) শরিফুল ইসলামের পুত্র ইকবাল হোসেন (২৫) ও মাসুদ রানার পুত্র মুন্না মিয়া (২৬) প্রায় রাস্তা ঘাটে ছাত্রীদের উক্ত্যত্ত ও অশ্লীল ভাষা প্রয়োগ করত। ওই শিক্ষক প্রতিবাদ করলে,সুযোগ বুঝে বখাটেরা গত কাল সকালে রামপুরা তিনমাথায় শিক্ষক মাজহারুল ইসলামের পথরোধ করে বেধড় পেটাতে থাকে। তার চিৎকারে আশ পাশের লোকজন ছুটে আসলে বখাটেরা পালিয়ে যায়। বখাটেরা ওই বিদ্যালয়েল প্রাত্তন ছাত্র ছিল। অপর দিকে শিক্ষক লাঞ্চিত ঘটনা উপজেলা শিক্ষক সমাজে পৌছালে ক্ষোভে ফেটে পরে শিক্ষকরা । দ্রুত বখাটেদের গ্রেফতারের দাবী জানান উপজেলা মাধ্যমিক বে-সরকারি শিক্ষক সমিতির নেতারা। আজ শুক্রবার সকালে মানববন্ধন সহ ঘোড়াঘাট-হিলি আঞ্চলিক সড়ক অবরোধ করে। দু ধারে যান বাহন চলাচল বন্ধ হয়ে যায়। সংবাদ পেয়ে ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম ঘটনা স্থলে পৌঁছে বখাটেদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় আন্দোলন রত শিক্ষার্থীরা । এ ঘটনার তীব্র নিন্দা ও বখাটেদের গ্রেফতারের দাবি জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার,উপজেলা একাডেমিক সুপার ভাইজার ধ্বীরাজ সরকার,উপজেলা মাধ্যমিক বে-সরকারি শিক্ষক সমিতির সাবেক আহবায়ক ও রাণীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু,সহকারী শিক্ষক জয়নাল আবেদীন,বলহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছার আলী খন্দকার ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST