দুমকিতে সড়কের দু’পাশে গাছের স্তুপ, দুর্ঘটনার আশঙ্কা

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০

দুমকিতে সড়কের দু’পাশে গাছের স্তুপ, দুর্ঘটনার আশঙ্কা

মোঃ জসিম উদ্দিন দুমকি (পটুয়াখালী)  প্রতিনিধি:  পটুয়াখালীর দুমকিতে যানবাহন ও জনচলাচলের ব্যস্ত সড়কের দু-পাশ দখল করে বে-আইনী ভাবে গাছের গুড়ি ফেলে রাখায় যানবাহন চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে। স্থানীয় প্রভাবশালী ‘স্ব’মিলের মালিক ও কাঠ ব্যবসায়ীরা রাস্তার ওপর গাছের স্তুপ ফেলে রাখায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ইজিবাইক, রিক্সা,মটরসাইকেল চলাচলেও বিঘ্নের সৃষ্টি হচ্ছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনারও আশঙ্কা রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস ব্রিজ থেকে দক্ষিণে আমির হোসেনের রাস্তার মাথা লঞ্চঘাট হয়ে দক্ষিণ মুরাদিয়া ভক্তবাড়ী পর্যন্ত অত্যন্ত ব্যস্ততম সড়ক এটি। এ সড়ক দিয়ে স্কুল কলেজগামী শত শত শিক্ষর্থীদের ও মুরাদিয়া ইউনিয়নসহ পার্শ্ববতি এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন উপজেলা শহরে নিত্য যাতায়ত করছে। এছাড়া নিয়মিত চলাচলকারী লঞ্চযাত্রীদের যাতায়তের পথ এ সড়কটি। সড়কের গোড়ার দিকে পাশাপাশি দু’টি ‘স্ব’ মিলের অবস্থান। আর এ স্ব-মিল মালিকদ্বয় ও এদের ঘিড়ে পাইকার কাঠ ব্যবসায়ীরা বিভিন্ন এলাকা থেকে বিশাল বিশাল গাছ কেটে এনে রাস্তাটির দু’পাশ অবৈধভাবে দখল করে সারিবদ্ধভাবে ফেলে রেখে জনচলাচলের বিঘ্ন সৃষ্টি করছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ‘স্ব’ মিল চালানোর বিধি থাকলেও তার তোয়াক্কা ছাড়াই খেয়াল খুশিতে চালাচ্ছেন তাদের অবৈধ বাণিজ্য। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একদিকে মুরাদিয়া বোর্ড অফিস ব্রিজ স্ট্যান্ড রিক্সা, ইজিবাইক, ভাড়ায় চালিত মোটরসাইকেলের দখলে। অপর দিকে স্ব-মিল মালিক কবির শরীফ ও ফারুক খন্দকারসহ কাঠ ব্যবসায়ীরা সড়কের দু’ পাশের্ব স্থানে স্থানে গাছের খন্ড ফেলে রাখায় প্রতিনিয়ত দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। পথচারীসহ শিক্ষার্থীদের চলাচলে নানান সমস্যা দেখা দিচ্ছে। মুরাদিয়া ইউনিয়নের চেযাম্যান জাফর উল্লাহ বলেন, রাস্তার উপর গাছের অংশ ফেলে রাখা অন্যায়। মানুষের চলাচলে ভোগান্তি হবে এমন কোনো কাজ কারো করা উচিত নয়। আমি বিষয়টি দেখছি। এ বিষয়ে দুমকি উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) শঙ্কর কুমার বিশ্বাস বলেন, সড়কের দু-পাশে গাছ রাখা সম্পূর্ণ বে-আইনী যদি কেউ এভাবে গাছ রেখে থাকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest