মেহেন্দিগঞ্জে অবৈধভাবে খাল দখল করে পাকা স্থাপনা নির্মান

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০

মেহেন্দিগঞ্জে অবৈধভাবে খাল দখল করে পাকা স্থাপনা নির্মান

মোঃ ইব্রাহীম মেহেন্দিগঞ্জ প্রতিনিধি : মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট টু উলানিয়া সড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া খাল দখল করে চলছে একের পর এক অবৈধ পাকা স্থাপনা নির্মাণের মহোৎসব। এভাবে অবৈধ পাকা স্থাপনা নির্মাণ চললেও দেখার কেউ নেই। অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীরা অর্থের বিনিময়ে প্রশাসন ও ভূমি কর্মকর্তাসহ সব মহলকে ম্যানেজ করে প্রকাশ্যে এসব নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। শুক্রবার বেলা ১২টার দিকে চানপুর ইউনিয়নের সাদুয়াঘাট নামক এলাকায় গিয়ে দেখা গেছে, বেশ জোরেশোরেই খাল দখল করে স্থানীয় অবসর প্রাপ্ত শিক্ষক আলতাফ হোসেন মাষ্টারের ছেলে জাকির হোসেন চৌকিদার পাকা দালান নির্মাণ করছেন। স্থায়ী পিলার নির্মাণ করে দালানের প্রায় নিচের অর্ধেক কাজ সম্পন্ন হলেও টনক নড়েনি সংশিলষ্ট কারোরই। স্থানীয়রা অভিযোগ করে প্রতিবেদককে জানান, অনেক আগে থেকেই খাল দখল করে পাকা দালান নির্মাণ শুরু হয়েছে। বর্তমানে খালটি অবৈধভাবে দখল করে পাকা ঘর নির্মাণ করছেন জাকির হোসেনসহ অনেকে। এদিকে, অনেকগুলো দোকান ঘর নির্মাণ করায় খালটি প্রায় মরে গেছে। এমতাবস্থায় দ্রুত এসব নির্মাণ কাজ বন্ধ এবং নির্মাণ করা দালান উচ্ছেদ করা না হলে খালটি একবারে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়রা আরো অভিযোগ করে জানান, খাল দখলের এসব বিষয়গুলো সংশি¬ষ্ট কর্মকর্তাদের জানালেও তারা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ম্যানেজ হয়ে যায়। এ কারণে খাল দখলের মিশনে ভূমিদস্যূরা পার পেয়ে যাচ্ছেন। অনেক সময় এর বিপক্ষে অবস্থান নিয়ে প্রভাবশালীদের রোষানলে পড়তে হয়েছে স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি রেকর্ডকৃত খাল হওয়া সত্ত্বেও দখলকারীরা তাদের জমি দাবি করে নির্মাণ করছে একের পর এক পাকা স্থাপনা। সচেতন মহলের দাবি, বেহাত হয়ে যাওয়া এসব খাল রক্ষাঈ করা না গেলে অচিরেই খাল হারিয়ে যাবে এবং পানি সংকটে পড়তে হবে সবাইকে। তারা খালগুলো বাঁচিয়ে রাখতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিযুষ চন্দ্র দের সাথে আলাপকালে তিনি জানান, সংবাদ পেয়ে কাজ বন্ধের জন্য ঘটনা স্থলে ভূমি অফিসের কানুনগো রবিউল ইসলাম কে পাঠানো হয়েছে। তবে যেই হউক অবৈধ খাল দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest