ঢাকা ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০
আলোকিত সময় আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানির নুরেমবার্গের পশ্চিমের একটি ছোট শহরে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে অন্তত ছয়জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
এরইমধ্যে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে। একইসঙ্গে বন্দুকধারীকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। পুলিশের বরাতে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ‘রট এম সি’ নামে যে শহরে বন্দুকধারী হামলা চালিয়েছে সেখানে প্রায় সাড়ে পাঁচ হাজার বাসিন্দার বসবাস। আর বন্দুকধারী একাই বলে নিশ্চিত হওয়া গেছে।
ঘটনাস্থলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ছয়জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। তবে প্রাথমিক হামলার মোটিভ জানা যায়নি। একইসঙ্গে জানা যায়নি হামলাকারীর পরিচয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST