তালতলীতে ১৮ পিস ইয়বাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০

তালতলীতে ১৮ পিস ইয়বাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি ॥ শুক্রবার সন্ধ্যায় বরগুনার তালতলীতে ১৮ পিস ইয়াবা সহ মহসিন (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তালতলী থানা পুলিশ । গ্রেফতারকৃত মহসিন উপজেলার পশ্চিম ঠংপাড়া গ্রামের শাহিন হাওলাদারের ছেলে। তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম (তদন্ত) ঘটনার সত্যতা স্বীকার করে জানান। গোপন সংবাদের ভিত্তিতে এস আই সরোয়ার হোসেনের নেতৃত্বে, পুলিশের একটি টিম উপজেলার ছোটবগী ইউনিয়নের,পশ্চিম ঠংপাড়া গ্রামের মোস্তফা তালুকদারের ঔষধের দোকানের সামনে থেকে। জনতার সামনে তার দেহ তল্লাশি করে, প্যান্টের পকেটে সিগারেটের প্যাকেটে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৮ পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে । শনিবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest