ঢাকা ১৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০
মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধিঃ কনকনে বাতাস ও ঘনকুয়াশায অাবারও জেঁকে বসেছে শীত। তীব্র শীতে পঞ্চগড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন দিন তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। তীব্র শীতের কারণে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ পড়েছে চরম দুভোর্গে। গভীর রাত থেকে ভোর পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টির ফোটার মতো কুয়াশা ঝড়ছে। তীব্র ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য রাস্তার পাশে খর-কুটো জ্বালিয়ে শ্রমজীবি মানুষেরা শীত নিবারণের চেষ্ঠা করছে। গরম কাপড়ের অভাবে অনেক দরিদ্র মানুষ বাড়ি থেকে বের হতে না পারায় কাজেও যোগ দিতে পারছেনা। তারা দ্রুত সরকারি বেসরকারি সহায়তা চেয়েছেন। এদিকে সকাল ৮ টার পর রোদের দেখা মিললেও শীতের তীব্রতা রয়েছে। পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রহিদুল ইসলাম জানান, পঞ্চগড়ের তেতুলিয়ায় গত কয়েকদিন থেকে তাপমাত্রা উঠা-নামা করেছে। আজ শনিবার সকাল ৯ টায় পঞ্চগড়ের তেতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST