কলাপাড়ায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর ভাতা প্রাপ্তির চূড়ান্ত বাছাই অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০

কলাপাড়ায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর ভাতা প্রাপ্তির চূড়ান্ত বাছাই অনুষ্ঠিত

মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :- মাননীয় প্রধানমন্ত্রীর সামাজিক নিরাপত্তা বেস্টনী কর্মসূচীর আওতায় পটুয়াখালী কলাপাড়া পৌরসভার মধ্যে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর ভাতা প্রাপ্তির আবেদনকারীদের চূড়ান্ত বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। বাছাই পর্বে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপ দাশ, শহর সমাজসেবা অফিসার জিয়া মির্জা, উপজেলা মেডিকেল অফিসার ডা. মো. মাহমুদুর রহমান, কলাপাড়া পৌর সভার কাউন্সির ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। চূড়ান্ত বাছাই পর্বে ৬৭জন বিধবা, ৫১ জন বয়স্ক ও ৮৭ জন প্রতিবন্ধীকে নির্বাচিত করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest