মোঃ ফিরোজ হোসেন নওগাঁ প্রাতিনিধি: নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া সিদ্ধেশ্বরী মোরে মাদক বিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বান্দাইখাড়া বাজারে আলহাজ মোঃআব্দুল খালেক বিশার সভাপতিত্ব বান্দাইখাড়া গ্রামের মাদক সেবনকারী ও বিক্রেতা ফজলুল হক সবকিছু ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রতিশ্রুতি দেওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে মাদক সন্ত্রাস বাল্য বিয়ে বিষয়ে বক্তব্য রাখেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোসলম উদ্দিন । এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসন, যুগ্ম সম্পাদক রুহুল আমীন কাজল, ইউপি সদস্য জমির উদ্দিন , আত্রাই প্রসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সেন্টু প্রমুখ।