বরিশালে জেএসসি ও জেডিসি পরীক্ষার হল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০১৯

বরিশালে জেএসসি ও জেডিসি পরীক্ষার হল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

বরিশাল মহানগর প্রতিনিধিঃ  সারাদেশের সাথে একযোগে বরিশাল বোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) প্রথম দিনের বাংলা পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আজ শনিবার ২ নভেম্বর সকাল ১০টার দিকে বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান বরিশাল মহানগরের বিভিন্ন পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার বরিশাল, মোঃ আনোয়ার হোসেন, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সাজ্জাদ পারভেজ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। শুরুতে জেলা প্রশাসক বরিশাল নগরীর এ আর এস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরে সেখান থেকে কাশিপুর হাই স্কুল এন্ড কলেজ, শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসা পরিদর্শন করেন। বোর্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী; এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বরিশাল বোর্ডে ১লাখ ১৭ হাজার ৩’শ ৩৮ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। যার মধ্যে ৬৩ হাজার ৩’শ ৭৭ জন ছাত্রী আর ৫৩ হাজার ৯’শ ৬১ জন ছাত্র।

বরিশাল বোর্ডে ১হাজার ৭’শ ১২ টি কেন্দ্রে এই পরীক্ষা নেয়া হচ্ছে। যেখানে ৮টি ভিজিলেন্স টিম রয়েছে পরীক্ষা তদারকীর জন্য।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest