ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০
মেহেদী হাসান উজ্জল ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: “প্রতিবন্ধিতা ও বৈষম্যহীন স্বদেশ, কুষ্ঠ মুক্ত হোক আমাদের বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল রবিবার ফুলবাড়ী প্রতিবন্ধি উন্নয়ন সংস্থা ও স্বাস্থ্য বিভাগের যৌথ আয়োজনে বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকাল ১১টায় দি-লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সচেতনতা মুলক এক র্যালী বের করা হয়। র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। র্যালী শেষে ফুলবাড়ী প্রতিবন্ধি উন্নয়ন সংস্থা’র কোষাদক্ষ মোছা: লাইজু’র সঞ্চালনায় আয়োজিত সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী ডেন্টাল সার্জন সাজেদুর রহমান, মেডিকেল অফিসার নাদিয়া আলম, মেডিকেল অফিসার শাফিকুন্নাহার, মেডিকেল অফিসার অপনর্ণা চক্রবর্তী, দি-লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সিডি এফ সাজেদুল ইসলাম, ফুলবাড়ী প্রতিবন্ধি উন্নয়ন সংস্থা’র সভাপতি নরেণ মার্ডী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র টিএনসিও আব্দুল্লাহ আল আরিফ প্রমুখ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST