নবাবগঞ্জে জুয়ার আসর থেকে ৭ জুয়াড়ি আটক

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০

নবাবগঞ্জে জুয়ার আসর থেকে ৭ জুয়াড়ি আটক

মোঃ হাসিম উদ্দিন আঞ্চলিক প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশের অভিযানে জুয়া খেলার আসর থেকে ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার পশ্চিম খোদাইপুর নাওয়াভাঙ্গা গ্রামের মৃত ইন্নাত আলীর ছেলে মোঃ আনছার আলী(৪৫), মৃত আহসান হাবিবের ছেলে মোঃ হুমায়ুন কবীর (৩২), মোঃ ছহির উদ্দিনের ছেলে মোঃ আঃ আউয়াল (৩৮), মোঃ মিলন মিয়ার ছেলে মোঃ কাজল মিয়া(২৮), মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে মোঃ এনামুল হক(২৮), মোঃ দানেজ উদ্দিনের ছেলে মোঃ জাহিদুল ইসলাম(৪২), মৃত নজরুল ইসলামের ছেলে এনামুল হক(৩২)। থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে খোদাইপুর নাওভাঙ্গা গ্রামের মোঃ আমিরুলের পরিত্যাক্ত ইটের ঘরে প্রকাশ্যে জুয়া খেলা কালে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ মাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। থানার অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান বলেন- জুযাড়িদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আটকৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে। জুয়া ও মাদক এর বিরুদ্ধে এমন অভিযান অব্যহত থাকবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest