রাঙ্গাবালীতে গাজাঁসহ মাদক ব্যাবসায়ী আটক

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০

রাঙ্গাবালীতে গাজাঁসহ মাদক ব্যাবসায়ী আটক

মোঃ মনিরুল ইসলাম রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালীতে শাওন মীর(২০) নামের এক মাদক ব্যাবসায়ীকে ৩০ গ্রাম গাজাঁসহ আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরগঙ্গা বাধঘাট এলাকা থেকে আটক করে রাঙ্গাবালী থানা পুলিশ। আটককৃত শাওন মীর নিজ হাওলা গ্রামের রফিক মীরের ছেলে। জানাগেছে, আটককৃত একজন মাদক ব্যাবসায়ী । দীর্ঘদিন যাবৎ তার দিকে নজর রাখছে প্রশাসন। এরই মধ্যে শনিবার চরগঙ্গা বাধঘাট এলাকায় আটককৃত গাজাঁ বিক্রির জন্য যায়। গোপন সংবাদের ভিত্তিতে এস আই নাজমুল হাসানের নেতৃতে একটি টিম বাধঘাট এলাকায় অভিযান চালায়। এসময় আটককৃত শাওনের সাথে ৩০ গ্রাম গাজাঁ পাওয়া যায়। মাদক বিরোধী এমন অভিযান পরিচালনা করায় এস আই নাজমুন হাসান ও তার টিমকে সাধুবাদ জানান এলাকাবাসী। রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ আলী আহম্মেদ জানান, শাওনকে ৩০ গ্রাম গাজাঁসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest