পঞ্চগড়ে পাথর শ্রমিকদের মহাসড়ক অবরোধে সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০

পঞ্চগড়ে পাথর শ্রমিকদের মহাসড়ক অবরোধে সংঘর্ষে নিহত ১

 মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে মাটি খনন করে পাথর উত্তোলন করার দাবিতে পাথর শ্রমিকরা সড়ক অবরোধ করে প্রায় ৫ ঘন্টা বিক্ষোভ করেছে, এতে পুলিশ ও শ্রমিকের ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশ ছত্র ভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। এতে পুলিশসহ প্রায় অর্ধশতাধীক আহত হলেও পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুমার উদ্দীন (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

জুমার উদ্দীনের বাড়ি তেঁঁতুলিয়া উপজেলার ভজনপুর গণাগছ এলাকায়। পঞ্চগড় সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কাইসার আলম নিহতের বিষয়টি নিশ্চিত করেন। রোববার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের ভজনপুর এলাকায় অঘোষিত ভাবে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে মাটি কাটা ও পাথর উত্তোলনকারী শ্রমিকরা। এসময় বিক্ষোভকারীরা পুলিশের ২টি গাড়ি ও র‌্যাবের ১টি গাড়ি ভাংচুর করলে তাদের ছত্র ভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে বলে অভিযোগ করেছে পুলিশ। এদিকে পুলিশ বিভিন্ন ভাবে হামলার চালিয়েছে গাড়ি ভাংচুর করেছে বলে অভিযোগ অনেকেই। এতে করে অবরোধে প্রায় ৫ঘন্টা উত্তাপ বিরাজ করে পুরো উপজেলায়। পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ইউসুফ আলী জানান, আমরা প্রায় ৫ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। পরিস্থিতি সামাল দিতে আমাদের একপ্রকার লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করতে হয়েছে। এঘটনায় ৮জন পুলিশসহ বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest