ঢাকা ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০
মোঃ ফিরোজ হোসেন নওগাঁ প্রতিনিধি :- খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, এ সরকারের আমলে দেশের কোন একটি মানুষ ঠান্ডায় গরম কাপড়ের অভাবে কষ্ট পাবে না। প্রধানমন্ত্রী যেভাবে আমাদের নির্দেশ দিচ্ছেন আমরা সেভাবে ইউনিয়নে, গ্রামে গ্রামে গরীব, অসহায় ও দু:স্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করছি। তিনি রবিবার দুপুরে নওগাঁর সাপাহারে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে গরীব, অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ঢাকা থেকে মোবাইল ফোনে এসব কথাগুলো বলেন। মন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর শতবার্ষিকী উপলক্ষে আমরা এই দেশটাকে সোনার বাংলায় গড়ে তুলবো। প্রধানমন্ত্রী যেভাবে এই দেশটাকে পরিচালনা করছে তাতে এই দেশটা সুখি সমৃদ্ধ ও উন্নত দেশে রূপান্তরিত হচ্ছে। সকলের উদ্দেশ্য মন্ত্রী বলেন, সামনে যে কোন নির্বাচনে সবাইকে একত্রে থেকে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে হবে। এসময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের পক্ষে শীতবস্ত্র বিতরণ করেন তার মেয়ে ও ত্রিশূল সাংস্কৃতিক সংগঠনের পরিচালক তৃণা মজুমদার। এসময় জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক রনজিত সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাজাহান হোসেন, ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক ইসফাত জেরিন মিনাসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST