ঢাকা ২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০
খাদেমুল মোরসালিন শাকীর,রংপুর ব্যুরো :- “প্রতিবন্ধীতা ও বৈষম্যহীন স্বদেশ কুষ্ঠ মুক্ত হোক, আমাদের বাংলাদেশ” এবারের এই প্রতিপাদ্যে নীলফামারীর ডিমলায় বিশ্ব কুষ্ঠ দিবসে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬-জানুয়ারী) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ডিমলা কুষ্ঠ ও সাধারণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহযোগিতায় দিবসটি উপলক্ষে কমপ্লেক্স চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (আর,এম,ও) ডাঃ রাহুল রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার নূরুন্নাহার বেগম, উপজেলা এম,টি,ই,পি,আই অফিসার বাবু অজিত কুমার সিংহ রায়, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ফজলুল হক, সহ-স্বাস্থ্য পরিদর্শক মহাদেব কুমার রায়, টি,এম,সি,এ গোলাম রব্বানী, রির্সাস সুপারভাইজার সহিদুন্নাহার রেখা, রিচার্স এ্যাসিট্যান্ট মশিউর রহমান, ডিমলা থানার এসআই সুরত চন্দ্র রায়, ডিমলা কুষ্ঠ ও সাধারণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মমিনুর রহমান প্রমূখ। আলোচনায় বক্তারা আগামী ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ সরকার এ দেশকে কুষ্ঠ মুক্ত ঘোষনা করবেন বলে তারই ধারাবাহিকতায় প্রত্যন্ত অঞ্চল সহ ডিমলা উপজেলার সকল কুষ্ঠ রোগীকে চিহিৃত করে তাঁদের বিনা মূল্যে চিকিৎসা প্রদান সহ কুষ্ঠ রোগ হওয়ার কারণ সর্ম্পকে নানা বিদ আলোচনা তুলে ধরেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST