ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০
এনামুল হক বাউফল (পটুয়াখালী) পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে মো. আবুল বশার (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রবিবার দুপুরে পিটিয়ে আহত করলে ওই দিনই রাত সারে আটটার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আবুল বশার ওই গ্রামের খালেক মাতব্বরের ছেলে। স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার নাজিরপুর গ্রামের আবুল বশারের ছেলে নাবিলের (৭) সাথে শিশু শ্রেণিতে পড়াশুনা করে একই গ্রামের চান মিয়ার ছেলে রবিউল (৭)। তারা দুই জনেই শনিবার স্কুল পালায়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রবিবার দুপুরে রবিউলের বাবা চান মিয়া ও বড় ভাই সাব্বির (১৮) নাবিলের বাবা বশারের ওপর লাঠি সোটা নিয়ে হামলা চায়।
এ সময় বেধরক পিটিয়ে রক্তাক্ত করে বশারকে সড়কের ওপর ফেলে রাখে। পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে বশারের শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিসধীন অবস্থায় রবিবার রাত সারে আটার দিকে বশার মারা যায়। এবিষয়ে,বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST