জয়পুরহাটে ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসে ফিটিং অবস্থায় ১৪৯ বোতল ফেন্সিডিলসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০

জয়পুরহাটে ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসে ফিটিং অবস্থায় ১৪৯ বোতল ফেন্সিডিলসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

 আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটে ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসে ফিটিং অবস্থায় ১৪৯ বোতল ফেন্সিডিলসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের অপারেশনাল টিম। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা এর নেতৃত্বে ২৭ জানুয়ারি সকাল ১০ ঘটিকায় জেলার সদর থানাধীন বনখুর এলাকায় হিলি টু জয়পুরহাট মেইন রোডে হিলি থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৪-৫৫৯৪) এ অভিযান পরিচালনা করে বাসের বডিতে বিশেষ কায়দায় ফিটিং করা অবস্থায় ১৪৯ বোতল ফেন্সিডিল ও ২জনকে বাসটিসহ আটক করেছে। জয়পুরহাট র‌্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে, উক্ত গ্রেফতারকৃতরা হলেন পাঁচবিবি উপজেলার রতনপুর এলাকার মতিয়ার চৌধুরীর ছেলে উক্ত হানিফ পরিবহনের ড্রাইভার খাইরুল ইসলাম (৩৫) ও একই উপজেলার পশ্চিম বালিঘাটা (টেক্সটাইল পাড়া) এলাকার এনামুল হোসেনের ছেলে উক্ত হানিফ পরিবহনের হেলপার মানিক হোসেন (১৮) দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল পাশর্^বতী দেশ ভারত হইতে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের বিভিন্ন জায়গায় বিশেষ কায়দায় ফিটিং করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। পরবর্তীতে উদ্ধারকৃত ফেন্সিডিল ও হানিফ পরিবহনের বাস জয়পুরহাট জেলার সদর থানায় জমা করা হয় এবং ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest