ঢাকা ২২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০
মোঃ শফিকুর রহমান কামাল বরিশাল ব্যুরো :- আগামীকাল মঙ্গলবার ( ২৮ জানুয়ারী) বরিশাল আসছেন ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি। বিকেল ৩টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ওয়াকার্স পার্টির বরিশাল বিভাগীয় সমাবেশে যোগ দিতে তিনি বরিশাল আসছেন। ওয়াকার্স পার্টির বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে জেলা সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সাধারন সম্পাদক ফজলে হোসেন বাদশা। ওয়াকার্স পার্টির বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মোহাম্মদ টিপু সুলতান সাংবাদিকদের জানান, আগামীকাল বিকেল ৩টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে, এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি জননেতা রাশেদ খান মেনন এমপি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST