ঢাকা ৬ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৯
দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন ॥
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার বিকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে ৪৮তম জাতীয় সমবায় দিবস-২০১৯ পালিত হয়েছে। এই উপলক্ষে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জ শীল গোপালের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রবিন্দ্র নাথ গবিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শামীম ফিরোজ আলম , যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াছিন আলী সহ আরো অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা এ.কে এম জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী সহ উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সমবায় সমিতির নেতৃবৃন্দ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST