কলাপাড়ায় শহীদ আলাউদ্দিন’র স্মরণে একাধিক সংগঠনের র‍্যালী ও স্মরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০

কলাপাড়ায় শহীদ আলাউদ্দিন’র স্মরণে একাধিক সংগঠনের র‍্যালী ও স্মরণ সভা অনুষ্ঠিত
মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: বাঙ্গালীর স্বাধীকার আন্দোলন ও উনসত্তরের গণ অভ্যুত্থানে দক্ষিণ বঙ্গের প্রথম শহীদ কলাপাড়ার কৃতি সন্তান কিশোর শহীদ আলাউদ্দিন’র স্মরণে পটুয়াখালীর কলাপাড়ায় শোক র‍্যালী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। নাগরিক উদ্যোগ কলাপাড়ার আয়োজনে মঙ্গলবার সকালে কলাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে এক শোক র‍্যালী বের হয়ে শহীদ আলাউদ্দিন বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে নাগরিক উদ্যোগ’র সভাপতি নাসির উদ্দিন তালুকদারের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, তৎকালীন ছাত্র নেতা ফজলুর রহমান শানু সিকদার, আহসান উদ্দিন জসিম, শহীদ আলাউদ্দিন’র চাচাতো ভাই আবুল কালাম খান, সাবেক প্রধান শিক্ষক আবুল হোসেন।
এছাড়াও উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুরে শহীদের সমাধি স্থলে আলোকিত নীলগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে শোক রেলী, স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ জালাল মিয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ কামরুল ইসলাম টুকু। উক্ত সভার প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আলোকিত নীলগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠন এর মহা পরিচালক মোঃ নাঈমূর রহমান রনি। এসময় বক্তারা সরকারের কাছে কয়েকটি দাবী তুলে ধরেন, শহীদ আলাউদ্দিন খানের সৃতিচারণে নীলগন্জ ইউনিয়নের সকল বিদ্যালয়ে ফেস্টুন আকাঁরে করা, হাজীপুর বাজারে সৃতি সংসদ সহ শহীদ স্থম্ভ তৈরি করা, হাজীপুর বাজার থেকে শহীদ আলাউদ্দিন খানের সমাধি দেঁড় কিলোমিটার দূরত্বের রাস্তা পাকাঁ করা, শহীদ আলাউদ্দিন খানের নামে নীলগঞ্জে একটি কলেজ স্থাপনা করার বিষয়ে সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সভার শেষে দোয়া মোনাজাত এর মাধ্যমে শহীদের রুহের মাগফেরাত কামনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest