ঢাকা ৯ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৯
দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন ॥
৩ নভেম্বর জেলা হত্যা দিবস দিবস উপলক্ষে রোববার দিনাজপুর প্রেসক্লাব সম্মুখে জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে জাতীয় চার নেতার হত্যার রায় কার্যকরের দাবীতে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ইবনে রজব ও সাধারন সম্পাদক জাকারিয়া জাকির। মানববন্ধন চলাকালে আবু ইবনে রজব জাতীয় চার নেতার হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলার আহবান জানিয়ে বলেন, পাকহানাদার বাহিনীর পেতাত্মারা এ দেশকে মেধা, জ্ঞান,প্রজ্ঞা ও রাজনৈতিক শুন্যতা সৃষ্টি করতেই জাতীয় চার নেতাকে হত্যা করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারকে হত্যা করে স্বাধীনতা ও স্বার্বভৌমত্ত ছিনিয়ে নিতে চেয়েছিল। কিন্তু পাক পেতাত্মাদের সে স্বপ্ন পুরন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছে। এখন শুধু জাতীয় চার নেতার হত্যাকারীদের বিচার করে এদেশকে কলঙ্কমুক্ত করতে হবে। এ ছাড়া স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST