ঢাকা ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০
কামরুজ্জামান বাঁধন,বিশেষ প্রতিনিধিঃ “মুজিব বর্ষের অঙ্গীকার,পুলিশ হবে জনতার” শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উদ্যোগে ও মির্জাগঞ্জ থানার ব্যবস্থাপনায় দুইদিনব্যাপী জাতীয় স্কুল কাবাডি (বালক-বালিকা) প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে। স্থানীয় সরকারি সুবিদখালী র.ই পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগীতার উদ্বোধন করেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো.জসীম উদ্দীন (পিপিএম বার)। মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.আর শওকত আনোয়ার ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(শিক্ষানবীশ) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস,উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম জুয়েল সিকদার,উপজেলা আওয়ামীলীগের সভাপতি গাজী আত্হার উদ্দীন আহমেদ,সিনিয়র সহ-সভাপতি মো.ইসমাইল হোসেন মৃধা ও সাধারন সম্পাদক মো.জসীম উদ্দীন জুয়েল ব্যাপারী প্রমূখ। গত রবিবার স্থানীয় সরকারি সুবিদখালী র.ই পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বালক গ্রæপে ঝাটিবুনিয়া মোজাফ্ফার ইসহাক মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় এবং বুধবার স্থানীয় রোকেয়া খানম বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বালিকা গ্রæপে ঝাটিবুনিয়া মোজাফ্ফার ইসহাক মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে রোকেয়া খানম বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগীতা শেষে অতিথিদের উপস্থিতিতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার ট্রফি বিতরন করা হয়।#
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST