ঢাকা ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০
মোঃ হাসিম উদ্দিন আঞ্চলিক প্রতিনিধি ঃ দিনাজপুরের নবাবগঞ্জে দুর্নীতিবিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী মনোভাব ও সচেতনতায় বৃদ্ধিকল্পে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেল ৩ টায় নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রধান শিক্ষক দীলিপ কুমার সাহার সভাপতিত্বে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সফিউল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক মোঃ আলিমুল রাজী উপস্থিত । অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনিছুর রহমান। প্রতিযোগিতায় নবম শ্রেণীর শিক্ষার্থী মোছাঃ তামান্না,রিয়াদ ও ফাহিম শাহারিয়ারকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় ও মোছাঃ তামান্না শ্রেষ্ঠ প্রতিযোগী হিসেবে বিজয়ী হন ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST