দুমকিতে শিক্ষার্থীকে উত্যাক্তের প্রতিবাদ করায় মারধর

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০

মোঃ জসিম উদ্দিন দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:-  পটুয়াখালীর দুমকিতে এক ছাত্রীকে উত্যাক্তের প্রতিবাদ করায় রিয়াদুল ইসলাম সোহেল (২৪) নামের এক যুবককে পিটিয়ে আহত করেছে বখাটেরা। গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) উপজেলার হাসপাতাল সড়কে এ হামলার ঘটনাটি ঘটেছে। আহত সোহেলের অভিযোগ করে বলেন, গত সোমবার সকালে জলিশা টি এন্ড টি ব্রিজের ওপর দাড়িয়ে একটি বখাটে যুবক দুমকি জনতা কলেজগামী জনৈক কলেজ ছাত্রীকে পথ আগলে উত্যক্ত করছিল। এসময় অমি ঘটনাস্থলে হাজির হয়ে উত্যক্তের প্রতিবিদি করি এবং ওই কলেজ ছাত্রীকে বাড়ি পাঠিয়ে দেই। তাই ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকালে হাসপাতাল সড়ক দিয়ে যাওয়ার সময় অই বখাটে দলবল নিয়ে অমাকে একা পেয়ে এলোপাথারি পিটিয়ে রক্তাক্ত জখম করে। অমার ডাকচিৎকারে স্থানীয় লোকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এব্যাপারে আহত সোহেল বাদি হয়ে আসাদ (২০), শুভ (২০) অপু (২০) নামের ৩ বখাটের নাম উাল্লেখ করে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ করেন। দুমকি থানার ওসি তদন্ত মো: জাহাঙ্গীর হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিৎ করে বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest