করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাবান্ধা স্থলবন্দরে মেডিকেল ক্যাম্প স্থাপন

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০

মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধি।। চীনের মহামারী আকার ধারণ করা নোভেল করোনা ভাইরাস (২০১৯-nCov) প্রতিরোধে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। দেশের একমাত্র চতুর্দেশিয় এই বন্দরে সতর্কাবস্থা জারি করা হয়েছে। চীনের পাশ্ববর্তী দেশ ভারত, নেপাল ভুটানসহ বিভিন্ন দেশ থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে শতশত পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করছে প্রতিদিন। এর ফলে যাত্রীদের মাধ্যমে ভাইরাসটি দেশে প্রবেশ করার সম্ভাবনাও রয়েছে। ভাইরাসটি যেন কোনক্রমেই দেশে প্রবেশ করতে না পারে সেকারনেই সারাদেশের ন্যায় বাংলাবান্ধা স্থলবন্দরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে পঞ্চগড় সিভিল সার্জনের তত্বাবধানে ও তেতুঁলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাস্তবায়নে মেডিকেল ক্যাম্প চালু করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাইমিনুল ইসলাম, উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ নজরুল ইসলাম, বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোষ্টের অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ মোকসেদ আলী, স্থলবন্দরের সহ ব্যবস্থাপক শওকত আলী মিয়া প্রমুখ।।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest