ঢাকা ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০
মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের এস. এস. সি পরিক্ষার্থী অপহৃত মোসা. এনি আক্তারের সন্ধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও ধানখালী ইউনিয়নের লোন্দা এলাকাবাসীর আয়োজনে বুধবার দুপুরে লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অপহৃত শিক্ষার্থীর সন্ধান দাবি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বক্তব্য রাখেন, অপহৃত শিক্ষার্থীর পিতা রাজিব মৃধা, লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুনা লায়লা, ইউপি মেম্বার রাসেল মৃধা, দশম শ্রেনীর শিক্ষার্থী তানজিলা, কবিতা ও এলাকাবাসী আহসান দুয়ারী। উল্লেখ্য অপহৃত শিক্ষার্থীর পিতা রাজিব মৃধা বাদী হয়ে ২৪ জানুয়ারি কলাপাড়া থানায় একটি অপহরণ মামলা করে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST