ঢাকা ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০
মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় দূর্ণীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জানুয়ারি) বিকেলে মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দুর্নীতির বিস্তার ঘটে বিষয়কে সামনে রেখে উপজেলার আলোকঝাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোকঝাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুটি দলে বিভক্ত করে পক্ষে-বিপক্ষে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিপক্ষ দল বিজয়ী হয়। প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুর আলম, প্রধান শিক্ষক খগেশ্বর রায়সহ উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দরা। শেষে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিচারকমন্ডলীরা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST