মির্জাগঞ্জে মৃত মুরগী সংরক্ষনের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০

 কামরুজ্জামান বাঁধন,বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জের মহিষকাটা বাজারে বিক্রির জন্য মৃত মুরগী (ব্রয়লার) সংরক্ষনের অভিযোগে মুরগী ব্যবসায়ী মো.সাইফুল ইসলাম গাজীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.সরোয়ার হোসেন। জানা যায়, উপজেলার মহিষকাটা বাজারের খুচরা মুরগী ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম গাজী বৃহঃস্পতিবার সকাল থেকে মূল্য হ্রাস মাইকিং করে প্রতিকেজি মুরগী ৯০টাকা করে বিক্রি করতে থাকেন। মূল্য হ্রাসের বিষয়টি নিয়ে এলাকাবাসীর সন্দেহ হলে তারা গোপনে অনুসন্ধান চালিয়ে দুপুর ৩টার দিকে বিক্রেতার দোকান থেকে বস্তাভর্তি ৩০টি মৃত মুরগীসহ তাকে আটক করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সরোয়ার হোসেনকে জানান। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সরোয়ার হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে বিক্রির উদ্দেশ্যে মৃত মুরগী সংরক্ষনের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৪ ধারায় ১৫হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত ৩০টি মুরগী গর্ত করে মাটি চাঁপা দেন।##


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest