সুনামগঞ্জে জেল হত্যা দিবস পালিত

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৯

সুনামগঞ্জে জেল হত্যা দিবস পালিত

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জঃ সুনামগঞ্জে জেল হত্যা দিবস পালিত হয়েছে। রোববার বিকালে ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে জাতীয় চার নেতার স্মরণে আলোচনা সভা করেছে জেলা আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. আফতাব উদ্দিনের  সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক অ্যাড. নূরে আলম সিদ্দিকী উজ্বলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মহিবুর রহমান মানিক, সহ সভাপতি অ্যাড. শফিকুল আলম, অ্যাড. অবনী মোহন দাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জুনেদ আহমদ,  আওয়ামী লীগ নেতা অ্যাড. নান্টু রায়, জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, জেলা আওয়ামী লীগের ত্রাণ দুর্যোগ বিষয়ক সম্পাদক শাহ আবু নাসের, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. আবুল আজাদ নোমান, আওয়ামীলীগ নেতা রেজাউল আলম নিক্কু, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংঙ্গালী জাতিকে চিরতরে পঙ্গু করার জন্যে ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা ও  নীল নকশা হিসেবে ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে নিশংসভাবে হত্যা করেছে মোস্তাক চক্র। যা পৃথীবির ইতিহাসের কলঙ্কিত অধ্যায় হিসেবে নজির স্থাপন করেছে। এই মোস্তাক চক্র এখনও ঘাপটি দিয়ে বসে আছে বঙ্গবন্ধুর তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনীষ্ট করা জন্যে। তারা দেশে উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে চায়।

বঙ্গবন্ধুর আদর্শ লালন করে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই চক্রকে রুখে দাঁড়াতে হবে। বঙ্গবন্ধু ও চার নেতা হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

১১ উপজেলায় আওয়ামী লীগের সম্মেলস সম্পর্কে বক্তারা বলেন, আওয়ামী লীগে যাতে কোনো অনু প্রবেশকারীরা ঢুকতে না পারে সেদিকে সচেষ্ট থাকতে হবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest