রামেক হাসপাতালে করোনা ভাইরাস আইশোলেশন ইউনিট উদ্বোধন

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০

ওমর ফারুক, রাজশাহী ব্যুরো: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল করোনা ভাইরাস আইসোলেশন ইউনিট উদ্বোধন করা হয়েছে। রামেক হাসপাতালে অধীনস্থ আইডি হাসপাতালের পাশে সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঁচ বেডের ইউনিট উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার সংক্রামক ব্যাধি হাসপাতাল এ বেড প্রস্তুত করা হয়। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উপ-পরিচালক ডাক্তার সাইফুল ফেরদৌস বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে রামেক হাসপাতালে অধীনস্থ সংক্রামক ব্যাধি হাসপাতাল করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের জন্য বেড প্রস্তুত করা হয়েছে। রামেক হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী চিহ্নিত হলে তাকে সেখানে রেখে চিকিৎসা দেওয়া হবে তবে। চিকিৎসক-নার্সদের প্রশিক্ষণ না থাকায় শনিবার সকল মেডিসিন চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ সেমিনার আয়োজন করা হয়েছে। যেখানে করোনা ভাইরাস সম্পর্কে চিকিৎসক-নার্সদের কে অবহিত করা হবে। শনিবার থেকে এ প্রক্রিয়া শুরু হবে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest