ঢাকা ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০
মো জুলহাস উদ্দীন তেঁতুলিয়া প্রতিনিধি (পঞ্চগড়): তেঁতুলিয়া উপজেলা বুড়াবুড়ি ৫নং ইউনিয়নের ইউপি সদস্যদের বিরুদ্ধে বয়স্ক ভাতা টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে৷ গত সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন বুড়াবুড়ি ৫নং ইউনিয়নের সরকারপাড়া গ্রামের কবিরুল হক। লিখিত অভিযোগে তিনি বলেন গত ২৪ সেপ্টেম্বর ভজনপুর সোনালী ব্যাংক থেকে বয়স্ক ভাতার টাকা উঠিয়ে বের হওয়ার সময় ইউপি সদস্য রোকনুজ্জামান রুকু সন্ত্রাসী কায়দার তার কাছ থেকে ৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং বার বার তার কাছে টাকা চাইতে গেলে বিভিন্ন সময় বাধে দেন। পরবর্তীতে গত ১৫ দিন আগে তার কাছে আবারো টাকা চাইতে গেলে বিভিন্ন গালাগালি করেন, আবারো ২২ জানুয়ারি বাসায় গিয়ে হুমকি দেন বলেন , কারো কাছে অভিযোগ করলে কার্ড বাতিল করে দিবে, কেউ ঠেকাতে পারবে না। অভিযুক্ত ইউপি সদস্য রোকনুজ্জামান রুকু বলেন, অভিযোগকারী মানসিক ভারসম্যহীন , এটা সম্পুর্ণ মিথ্যা। কিছু ব্যাক্তির উস্কানীতে সে এই অভিযোগটি করেছে ৷ স্থানীয় লোকজনের কাছে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সরজমিনে খোজ নিলে তারা জানায় অভিযোগ কারী মানসিক ভারসম্যহীন নয়। ইউপি সদস্য রোকনুজ্জামান রুকু তার কাছ থেকে ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে নিয়েছে , বিষয়টি জানায় তার পরিবারের লোকজন। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাসুদুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, প্রশাসনিক তদন্ত সাপেক্ষে এবং অভিযোগের সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST