ঢাকা ৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০
মোহাম্মদ মাহমুদুল হাসান, আলোকিত সময় আন্তর্জাতিক ডেস্কঃমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক শান্তি পরিকল্পনার নিন্দা জানিয়ে আসছে বিভিন্ন দেশ। এবার সেই তালিকায় যোগ দিল রাশিয়া। বুধবার জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভেসেলি নেবেনজিয়া ট্রাম্পের শান্তি পরিকল্পনার নিন্দা জানান।ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে জানায়, শান্তি পরিকল্পনা প্রকাশের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ দেখিয়ে একটি মানচিত্র প্রকাশ করেন। এর প্রেক্ষিতে রাশিয়ার দূত সুস্পষ্ট করে বলেছেন, মনে রাখতে হবে যে- গোলান মালভূমি সিরিয়ার অংশ।এ বিষয়ের প্রতি ইঙ্গিত করে নেবেনজিয়া বলেন, মঙ্গলবার ওয়াশিংটন তাদের মধ্যপ্রাচ্য বিষয়ক শান্তি পরিকল্পনা প্রকাশ করেছে। এক্ষেত্রে আমরা বিষয়টি উল্লেখ না করে পারছি না যে- ট্রাম্প প্রকাশিত মানচিত্রে গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ দেখানো হয়েছে। যিনি এই মানচিত্র তৈরি করেছেন আমরা সেই ভূগোলবিদকে স্মরণ করিয়ে দিতে চাই- আমরা গোলানের ওপর ইসরায়েলের কর্তৃত্ব স্বীকার করি না।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST