ওমর ফারুক, রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীতে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জন মাদকসেবীর প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। ৩০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত রাজশাহী মহানগরীর চন্দ্রীমা থানাধীন মেহেরচন্ডী কড়াইতলা এলাকায় অভিযান চালিয়ে ১৪ জন মাদকসেবীকে আটক করে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। পরে আটক ১৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে নেয়া হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৪ জনের প্রত্যেক কে তিন মাস করে কারাদণ্ড দেন।