ঢাকা ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০
আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট জেলা সদরের চকশ্যাম এলাকায় একটি ঝোপঝার থেকে ৩১ জানুয়ারি শুক্রবার সকালে অত্র এলাকার এনামুল হোসেনের ছেলে ইরাম হোসেন (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুটির পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করে জানা গেছে, ৩০ জানুয়ারি বৃহষ্পতিবার দুপুরে ইরাম খেলার ছলে বাড়ির বাাহরে গিয়ে আর ফিরে না আসলে অনেক খোঁজাখুঁজি করেও ইরামকে পাওয়া না গেলে সন্ধ্যায় জয়পুরহাট সদর থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। জয়পুরহাট সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকালে নিহতের স্বজনরা বাড়ির পাশে ঝোপঝাড়ে খোঁজাখুঁিজ করতে গিয়ে ইরামের বস্তাবন্দী মরদেহ দেখতে পান। পরে ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে, তবে কি কারনে শিশুটিকে হত্যা করা হয়েছে ময়না তদন্তের পর তা জানা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST