নলছিটিতে নকলে সহায়তার দায়ে অভিবাবকের সাজা

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৯

নলছিটিতে নকলে সহায়তার দায়ে অভিবাবকের সাজা

ঝালকাঠির নলছিটিতে জেএসসি পরীক্ষায় নকলে সহায়তা করার দায়ে এক অভিবাবককে এক মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে উপজেলার বিজি ইউনিয়ন একাডেমী কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন এ কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত কাজী মো. জহিরুল ইসলাম উপজেলার ভুজপুর গ্রামের সেকান্দার আলীর পুত্র। নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন জানান, বিজি ইউনিয়ন একাডেমী কেন্দ্রে পরীক্ষার হলে নকল সরবারহ করার সময় স্থানীয়রা তাকে আটক করে। পরে আটককৃত ওই অভিবাবককে ভ্রাম্যমান আদালতে হাজির করে পাবলিক পরীক্ষা আইন ১৯৮০/৯ ধারা মোতাবেক এক মাসের কারাদন্ড অন্যথায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest