ভোট পর্যবেক্ষণে মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলারঃ

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০

ভোট পর্যবেক্ষণে মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলারঃ
মোহাম্মদ মাহমুদুল হাসান,বিশেষ প্রতিনিধিঃ  ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণ করতে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করলেও নির্বাচন নিয়ে সাংবাদিকদের কাছে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি এ কূটনীতিক। মার্কিন এ কূটনীতিক ছাড়াও নির্বাচনে ভোট পর্যবেক্ষণে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। তিনিও বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা উত্তরের রাজধানীর রামপুরায় ইকরামুন্নেসা হাইস্কুল ভোট কেন্দ্র এবং তেজগাঁওয়ে মনু মিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে কিছু সময় দাঁড়িয়ে থেকে কেন্দ্র পরিদর্শন করেন রবার্ট মিলার। এ সময় ওই কেন্দ্রে ৭২ বছর বয়সী এক ভোটার তার সহযোগীকে নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করছিলেন। এমন দৃশ্য দেখে এক সাংবাদিককে ভিডিও ধারণের অনুরোধ করেন মার্কিন রাষ্ট্রদূত।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest