শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরো: বরিশাল মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেছুর রহমান আর নেই (ইন্নালিল্লাহি . . . . . . . রাজেউন)। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টায় তিনি সদর উপজেলার চরবাড়িয়ায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি রাতে হঠ্যাৎ অসুস্থ হয়ে পরলে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে জাতীর এই সূর্য সন্তানের প্রথম জানাযা আজ জোহর বাদ নগরীর টাউল হল প্রাঙ্গণ অনুষ্ঠিত হবে পরে আসর বাদ নিজ বাড়িতে তার দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃিতক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও আলোকিত সময় পরিবার।